বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কন্তে

  •    
  • ১৯ অক্টোবর, ২০২২ ১২:৩৫

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মৌসুম শুরুর পরপরই ছিটকে যান চেলসির খেলোয়াড় কন্তে। এরপর তাকে নিয়ে আশা দেখিয়েছিলেন ক্লাবটির তখনকার কোচ টমাস টুখেল। কিন্তু অনুশীলনে আবারও ইনজুরিতে পড়েন ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা এ খেলোয়াড়।

গত আগস্টে টটেনহামের বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েছিলেন এনগোলো কন্তে। এরপর আর মাঠে দেখা যায়নি ফরাসি এ মিডফিল্ডারকে। তখন থেকেই শঙ্কায় ছিল কন্তের বিশ্বকাপে খেলা নিয়ে।

সে শঙ্কাই সত্যি হলো। বিশ্বকাপের আগে দল থেকে ছিটকে গেলেন তারকা এ মিডফিল্ডার।

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মৌসুম শুরুর পরপরই ছিটকে যান চেলসির খেলোয়াড় কন্তে। এরপর তাকে নিয়ে আশা দেখিয়েছিলেন ক্লাবটির তখনকার কোচ টমাস টুখেল। কিন্তু অনুশীলনে আবারও ইনজুরিতে পড়েন ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা এ খেলোয়াড়।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানাচ্ছে, এবারের ইনজুরিতে বেশ অনেক মাসের জন্যই ছিটকে গেছেন কন্তে। ফলে বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচারের কারণে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে কন্তেকে। এর মানে ফ্রান্সের হয়ে কাতার বিশ্বকাপে যোগ দেয়া হচ্ছে না তার। ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।

লম্বা সময় ইনজুরিতে পড়ার বিষয়টি নিয়ে মঙ্গলবার কন্তের ক্লাব চেলসির পক্ষ থেকে বলা হয়, ‘হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন এনগোলো কান্তে। ক্লাবের মেডিক্যাল টিমের সহায়তায় একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন তিনি। চোট পরবর্তী পুনর্বাসন নিয়েও কথা পরামর্শকের সঙ্গে।

‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চোট সারাতে এনগোলোর অস্ত্রোপচারের ব্যাপারে সবাই সম্মত হন। অস্ত্রোপচার সফল হয়েছে। প্রায় চার মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে।’

এ বিভাগের আরো খবর