বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুপার লিগে শ্রীলঙ্কার সঙ্গে ড্র বাংলাদেশের

  •    
  • ১৯ অক্টোবর, ২০২২ ০৯:২৬

সুপার লিগের প্রথম খেলায় মঙ্গলবার বাংলাদেশ দাবা দল ২-২ গেম পয়েন্টে ড্র করে। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান শ্রীলঙ্কার কালুয়ারাচ্চি অচিন্তা শামেনকে হারান।

ছয় জাতি শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের সুপার লিগের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে সাইফ পাওয়ারটেক লিমিটেড এ টুর্নামেন্টের আয়োজন করে।

সুপার লিগের প্রথম খেলায় মঙ্গলবার বাংলাদেশ দাবা দল ২-২ গেম পয়েন্টে ড্র করে। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলঙ্কার কালুয়ারাচ্চি অচিন্তা শামেনকে হারান।

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন শ্রীলঙ্কার ফিদে মাস্টার লিয়ানানজে রানেন্দু দিলশান ও তেন্নাকোন লিসারা সামাদিথের সঙ্গে ড্র করেন, তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন লঙ্কান আন্তর্জাতিক মাস্টার ডি সিলভার কাছে হেরে যান।

বুধবার বেলা ৩টায় সুপার লিগে নেপালের দাবাড়ুরা খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে।

এদিকে ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২-এর ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হয়েছে। বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে ওয়ারসিয়া খুশবু সাড়ে চার পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ৬ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে চারজনের সঙ্গে সম্মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

এ ছাড়া ওপেন অনূর্ধ্ব-১৮ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৬ খেলায় সাড়ে তিন পয়েন্ট পান।

এ বিভাগের আরো খবর