বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলের হয়ে এখনও খেলার সুযোগ পাননি উদীয়মান পেইসার মেহেদী হাসান রানা। বিতর্কিত এক ফেসবুক পোস্টের কারণে এক মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। তবে বিসিবি একে নিষেধাজ্ঞা বলতে নারাজ। তারা বলছে, মেহেদীকে ‘বিশ্রামে’ পাঠানো হয়েছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ বিশ্রামের কারণে তিনি জাতীয় লিগে অংশ নিতে পারছেন না।
সোমবার রাতে ডিসিপ্লিনারি কমিটির একটি সূত্র নিউজবাংলাকে বিষটি নিশ্চিত করেছে। বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘আসলে এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। নিষেধাজ্ঞা বলতে আগামী এক মাস তাকে খেলাধুলা থেকে বিরত থেকে মানসিকভাবে ঠিক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। চাইলে নিষিদ্ধ বা বিশ্রাম বলতেই পারেন।’
গত ১১ অক্টোবর মেহেদী তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে বিতর্কিত একটি পোস্ট করেন। ২৫ বছর বয়সী এই পেইসার জাতীয় দলে খেলতে না পারার জন্য হতাশা প্রকাশ করে বিসিবিকে নিয়ে লেখেন তার ফেসবুকে।
লম্বা সেই স্ট্যাটাসের একটা পর্যায়ে তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন নির্বাচককে দায়ী করেন। জাতীয় দলে তিনি খেলতে না পারার পেছনে সেই নির্বাচকের হাত রয়েছে তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন রানা।
দীর্ঘ সেই পোস্টে মেহেদী হাসান রানা লিখেন, ‘বোর্ডের এক পরিচালক তাকে এ-দলের হয়ে খেলার কথা বলেন। এরপর ১০-১২ বার ফোন করার পরও সেই পরিচালক ফোন ধরেননি।’ নির্বাচকদেরও দায়ী করেন তিনি এজন্য।’
রানার সেই পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যেতে থাকে। একপর্যায়ে সমালোচনার মাত্রাটা বেড়ে গেলে তিনি সেই পোস্টটি মুছে ফেলেন।