বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ছয় জাতি শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপ ২০২২ এর তৃতীয় রাউন্ডের খেলা শেষে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এ দিন পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষ অবস্থানে বাংলাদেশ।
নেপাল ও শ্রীলঙ্কা ৪ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। মালদ্বীপ ও পাকিস্তান ২ পয়েন্ট করে নিয়ে রয়েছে তৃতীয় স্থানে রয়েছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শনিবার তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ রাউন্ডের খেলায় বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে ভুটানের দাবাড়ুদের পরাজিত করে। বাংলাদেশে পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন পরাজিত করেন ভুটানের কারমা সোনাম, রাই বিনোদ, সোনাম চোয়েন ও সানগাই নিদুপকে।
নেপাল ৩.৫-০.৫ গেম পয়েন্টে জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে শ্রীলঙ্কা ৩.৫-০.৫ গেম পয়েন্টে পরাজিত করেছে মালদ্বীপকে।
রোববার বেলা ৩টায় চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে। চতুর্থ রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে খেলবে মালদ্বীপ। এ ছাড়া পাকিস্তান-ভুটান ও শ্রীলঙ্কার-নেপালের দাবাড়ুরা খেলবে একে অপরের বিপক্ষে।