চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল।
সব ঠিক থাকলে ৭ বছর পর পয়লা ডিসেম্বর ঢাকায় পা রাখবেন ভারতের ক্রিকেটাররা।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র নিউজবাংলাকে সিরিজের খসড়া সূচিটি নিশ্চিত করে।
সূচি অনুযায়ী ৪, ৭ ও ১০ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর ১৪ ডিসেম্বর একই ভেন্যুতে হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর শেরেবাংলায় গড়াবে শেষ টেস্টটি।
দুই ম্যাচের টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, তবে ওয়ানডে সিরিজ সুপার লিগের অংশ নয়।