বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘নতুন লক্ষ্য’ সৌরভের সামনে

  •    
  • ১৪ অক্টোবর, ২০২২ ১৮:১২

শুরু থেকে সবকিছু শুরু করতে হবে উল্লেখ করে গাঙ্গুলী বলেন, ‘সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না, আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসাবে হয়তো এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি থাকছেন না সৌরভ গাঙ্গুলী। বিসিসিআইয়ের সভাপতি হবার দৌঁড় থেকে ছিটকে যাওয়ার পর প্রথম মুখ খুলেছেন সাবেক এ অধিনায়ক। বৃহস্পতিবার মুম্বাইয়ে একটি ব্যাংকের অনুষ্ঠানে গাঙ্গুলী জানান, বোর্ডে আর না থাকা হলেও, এখন তার লক্ষ্য আরও ‘বড় কিছু’তে।সাংবাদিকদের গাঙ্গুলী বলেন, ‘আমি ভারতের হয়ে খেলার পর, বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছি। এরপর বিসিসিআইর সভাপতি হয়েছি। ভবিষ্যতে আরও বড় কিছু করব। তবে ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর আমার জীবনের সব থেকে ভাল সময়। কিন্তু সারা জীবন ধরে কেউ প্রশাসক থাকতে পারে না।’আবার শুরু থেকে সবকিছু শুরু করতে হবে উল্লেখ করে গাঙ্গুলী বলেন, ‘সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না, আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসাবে হয়তো এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।’২০১৯ সাল থেকে বিসিসিআইর সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলী। গত তিন বছরে নিজের সাফল্যের কথা বলতে গিয়ে গাঙ্গুলী বলেন, ‘কোভিডের মতো দুঃসময়ে সফল ভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল রৌপ্য পেয়েছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে দুর্দান্ত সব সাফল্য পেয়েছে। ভারতীয় ক্রিকেটে একটা অন্য রকম শক্তি দেখা যাচ্ছে।’জীবনে সাফল্য পেতে হলে একটি করে পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন গাঙ্গুলী।তিনি বলেন, ‘ছোট-ছোট লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম। লম্বা যাত্রায় সফল হতে হলে, ছোট-ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হয়। শুরুতেই এক লাফে সাফল্যে পেতে চাইলে তা সম্ভব নয়। এক দিনে কেউ শচিন টেন্ডুলকার বা নরেন্দ্র মোদি হয়নি।’

নিজের লক্ষ্য নিয়ে পরিষ্কার ধারনা না দিলেও ক্রিকেট বিশেষজ্ঞরা আন্দাজ করছেন এরপর আইসিসির সভাপদি পদের জন্য দাঁড়াবেন ভারতের অন্যতম সফর এ অধিনায়ক।

এ বিভাগের আরো খবর