বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের

  •    
  • ১৪ অক্টোবর, ২০২২ ১১:৫৫

ফাইনালে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান।

বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সিরিজের ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের দেয়া ১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে জয় ছিনিয়ে নেন বাবর-রিজওয়ানরা।

নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় শুক্রবার টস জিতে ব্ল্যাকক্যাপদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে দারুণ ইনিংস খেলেন তিনি। দলের বিপর্যয়ের মুহূর্তে ৩৮ বলে করেন ৫৯ রান।

ব্যাট হাতে শুরুটা দারুণ করলেও শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচের স্কোরটা বড় করতে পারেনি স্বাগতিকরা। প্রথম ওভারেই পাকিস্তানি পেসার নাসিম শাহকে তিনটি বাউন্ডারি হাঁকান স্বাগতিক ওপেনার ফিন অ্যালেন।

তিন বাউন্ডারি হজম করে দমে না গিয়ে ভিন্ন কৌশলে বল করে প্রথম ওভারে উইকেট তুলে নেন নাসিম। ৩ চারে ৬ বল খেলে ১২ রান করে আউট হন অ্যালেন।

দলীয় ৪৭ রানে ডেভন কনওয়ে আউট হলে কিছুটা চাপে পড়ে উইলিয়ামসনের দল। সে চাপ সামলে অধিনায়ক নিজেই হাল ধরেন।

৩৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। তার ইনিংসটি সাজানো ছিল চার বাউন্ডারি আর দুটি ছক্কায়।

নিউজিল্যান্ডের অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। এতে করে সংগ্রহটা খুব বেশি বড় হয়নি।

দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে স্বাগতিক দল।

নিউজিল্যান্ডের হয়ে মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রান। জেমস নিশ্যাম করেন ১০ বলে ১৭ রান। এ ছাড়া ইশ সোধি ৩ বলে ২ রান করে আউট হলেও মিচেল ব্রেসওয়েল ১ ও টিম সাওদি শূন্য রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম। একটি করে উইকেট নেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।

জবাবে ব্যাট করতে নেমে কিছুটা ধীরগতিতে রান করা শুরু করে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড যেখানে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৩ রান তুলেছিল, সেখানে পাকিস্তানের ব্যাটাররা প্রথম ১০ ওভারে রান তোলেন ৬৪। তবে তারা উইকেট হারায় একটি।

১১তম ওভারের প্রথম বলে শান মাসুদকে ফিরিয়ে দেন মিচেল ব্রেসওয়েল। ২১ বলে ১৯ রান করে আউট হন তিনি।

সোধির বলে পাকিস্তানের আশার প্রদীপ হয়ে থাকা মোহাম্মদ রিজওয়ান আউট হলে ম্যাচ থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। ২৯ বলে ৩৪ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

সোধির করা ১৫তম ওভারে মূলত ম্যাচের মোড় ঘুরে যায়। পাকিস্তানের দুই ব্যাটার হায়দার আলি ও মোহাম্মদ নাওয়াজ এক ওভার থেকে ২৫ রান তোলেন।

পরের ওভারেই সাউদির বলে চ্যাপম্যানের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন হায়দার। তার ১৫ বলে ৩১ রানের ইনিংসটি জয়ের জন্য দারুণ ভূমিকা রাখে।

শেষ পর্যন্ত মোহাম্মদ নওয়াজের অপরাজিত ২২ বলে ৩৮ ও ইফতেখার আহমেদের ১৪ বলে ২৫ রানের ইনিংসে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

নিউজিল্যান্ডের হয়ে মিচেল ব্রেসওয়েল দুটি উইকেট পান। এ ছাড়া ব্লেয়ার টিকনার, টিম সাউদি ও ইশ সোধি নেন একটি করে উইকেট।

এ বিভাগের আরো খবর