নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে দল হারলেও লিটনের ব্যাটে ছিল দারুণ ছন্দে। নিজের ২৮তম জন্মদিনে ৪২ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন তিনি, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংস।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বৃহস্পতিবার সতীর্থদের সঙ্গে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন তিনি। লিটনের ভেরিফাইড ফেসবুক পেজের এক ভিডিওতে এমনটাই দেখা যায়।
দল হারলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে নিজেকে জন্মদিনের উপহার দিয়েছেন ডানহাতি টাইগার ব্যাটার। ক্যারিয়ারের ৬০তম টি-টোয়েন্টি ম্যাচে এসে ক্যারিয়ার সেরা এ ইনিংস খেলেন তিনি।
৩৫ টেস্টের ক্যারিয়ারে ৩৫.৭৯ গড়ে এখন পর্যন্ত লিটনের সংগ্রহ ২১১২ রান। ৩টি শতকের পাশাপাশি করেছেন ১৪টি অর্ধশতক। ৫৭টি ওয়ানডে ম্যাচে ৩৫.২৮ গড়ে ৫ শতক ও ৭টি অর্ধশতকে করেছেন ১৮৩৫ রান। খেলেছেন ৬০টি টি-টোয়েন্টিও। ১২৬ স্ট্রাইকরেটে ৭টি অর্ধশতকে করেছেন ১২৬১ রান।
১৯৯৪ সালের ১৩ অক্টোবর দিনাজপুরে জন্মগ্রহণ করেন লিটন কুমার দাস।