পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে ওই পাকিস্তানের বিপক্ষে হেরে শূন্য হাতে বিশ্বকাপের মিশনে যেতে হচ্ছে বাংলাদেশকে।
সিরিজের শুরু থেকে ব্যাটিং ইউনিট দলকে ভোগালেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন জাতীয় দলের ব্যাটাররা। খোলস ছেড়ে বেড়িয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে স্কোরবোর্ডে ১৭৩ রান তোলে টাইগাররা।
যদিও খোলস ছেড়ে বের হওয়া সবার পক্ষে সম্ভব হয়নি। কেবল লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে দায়িত্বশীল স্কোর। মূলত এই দুইজনের দৃঢ় হাতের ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহে পৌঁছানো সম্ভব হয় টাইগারদের।
লিটন খেলেন ৪২ বলে ৬৯ রানের ইনিংস আর সাকিবের ব্যাট থেকে আসে ৪২ বলে ৬৮ রান।
ভালো স্কোর করলেও বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সামনে পাত্তা পাননি বাংলাদেশের বোলাররা। যে কারণে নিয়মরক্ষার ম্যাচটিতে বাংলাদেশকে হারতে হয় ৭ উইকেটে।
ম্যাচ হারলেও টাইগার ভক্তদের জন্য সুখবর যে ছন্দে ফিরেছেন লিটন দাস। ইনজুরি কাটিয়ে ফিরে অল্প সময়ের ভেতরে ছন্দে ফিরেছেন তিনি।
ম্যাচ শেষে তাই নিজের ব্যাটিংয়ের আরও উন্নতি করার লক্ষ্যে লিটন ছুটে যান বাবর-রিজওয়ানের কাছে। নিজের ব্যাটিংয়ের উন্নতির জন্য টোটকা নিয়েছেন জাতীয় দলের এই ব্যাটার।
তাদের কথোপকথনের ভিডিও নিজেদের ফেসবুক পেইজে আপলোড করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘শেখার কোনো শেষ নেই’।
ভিডিওতে দেখা যায়, বাবর ও রিজওয়ানের কাছ থেকে ব্যাটিংয়ের পরামর্শ নিচ্ছেন লিটন। এ সময় রিজওয়ানকে বলতে শোনা যায়, ‘পরিশ্রমের কোনো বিকল্প নেই।’