ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্বপ্ন এরই মধ্যে শেষ বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি স্বভাবতই নিয়মরক্ষার।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সেই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
সিরিজের শুরুটা বাংলাদেশ করেছিল পাকিস্তানের বিপক্ষে হেরেই। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়ার এটিই শেষ সুযোগ, সে কারণে এ ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ।
সে ইঙ্গিত বুধবার দিয়ে রেখেছিলেন জাতীয় দলের পেইস বোলিং কোচ অ্যালান ডনাল্ড। হয়েছেও তাই।
নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে তিন পরিবর্তন এলেও পাকিস্তানের বিপক্ষে এসেছে দুই পরিবর্তন। মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেনকে বিশ্রামে রাখা হয়েছে এই ম্যাচের জন্য। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন দুই পেইসার, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
এদিকে পাকিস্তান শিবিরেও রয়েছে এক পরিবর্তন। শাহনেওয়াজ দাহানির বদলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ হাসনাইন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।