বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীরামের ‘ট্রায়াল অ্যান্ড এরর’ প্রক্রিয়ায় সমর্থন ডনাল্ডের

  •    
  • ১২ অক্টোবর, ২০২২ ২১:১৩

শেষ ২৬ টি-টোয়েন্টি ম্যাচের ১৪টিতে ভিন্ন উদ্বোধনী জুটি দেখা গেছে বাংলাদেশের। খেলেছেন ১১ জন ভিন্ন ব্যাটার। মেলেনি কোনো সমাধান। কেউ নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে পারেননি।

নিউজিল্যান্ডে চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রতি ম্যাচে বাংলাদেশ একাদশে চলছে কমবেশি পরীক্ষা নিরীক্ষা। এর মধ্যে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। কোনোভাবেই সফলতা আসছে না বাংলাদেশের।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনো নিশ্চিত হওয়া যায়নি ওপেনিং জুটিতে কোন দুই জনকে পাবে দল। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও চলবে সেই পরীক্ষা-নিরীক্ষা। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেই নিশ্চিত হবে বিশ্বকাপের জন্য কেমন হচ্ছে সাকিব বাহিনী।

শেষ ২৬ টি-টোয়েন্টি ম্যাচের ১৪টিতেই ভিন্ন উদ্বোধনী জুটি দেখা গেছে বাংলাদেশের। খেলেছেন ১১ জন ভিন্ন ব্যাটার। মেলেনি কোনো সমাধান। কেউ নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে পারেননি।

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর বোলিং কোচ অ্যালান ডনাল্ড বলেন, ‘ওপরের সারির চার ব্যাটারকে অনেক অদলবদল করেছি। এখন শ্রীরাম অনেক কম্বিনেশন করে দেখছে। যেখানে তাকে নিখুঁত হতে হবে। বিশেষ করে আগামীকাল শেষবারের মতো দেখবে তার কী করা উচিত এই কাজের জন্য ও সঠিক লোক খুঁজে বের করার জন্য।’

সঠিক দল নির্বাচনের ক্ষেত্রে কোচকে নানা রকম পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয় বলে মনে করেন ডনাল্ড।তিনি বলেন, ‘কোচ হিসেবে ওপরে বসে আপনি কখনও নিশ্চিতভাবে বলতে পারবেন না কোন কম্বিনেশনটা সঠিক। তবে আমি নিশ্চিত, এরই মধ্যে সে সঠিক জুটি খুঁজে পেয়েছে। অনেকেই বলে কতদিন এভাবে ট্রায়াল অ্যান্ড এরর চলবে? কিন্তু কোচ হিসেবে আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সমাধান বের করার জন্য।’

তিনি যোগ করেন, ‘আমি এ ব্যাপারে নাক গলাতে চাই না। আমি বোলারদের দেখভালই করি বোলিং কোচ হিসেবে। আমি জানি, এটি সহজ কাজ নয়। কারণ আপনি নিখুঁত হতে চাইবেন, আত্মবিশ্বাসী হতে চাইবেন। এ কারণে বিশ্বকাপের দল বেছে নেয়া সহজ নয়। সেটি বিশ্বের সব দলের জন্যই।’

এ বিভাগের আরো খবর