২০১৯ সালে ঢাকার পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৈরির উদ্যোগ নেয় বিসিবি। নানা কারণে দেরি হওয়া সে স্টেডিয়ামের কাজ শুরু করতে এবার অস্ট্রেলিয়ান নির্মাতা কোম্পানি পপুলাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিসিবি।
রাজধানীর একটি হোটেলে বুধবার বিকেলে পপুলাস ও বিসিবির মধ্যে চুক্তি হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন পপুলাসের ডিরেক্টর অ্যান্ড্রু জেমস ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন।
২০২৪ সালের নারী বিশ্বকাপকে মাথায় রেখে এ স্টেডিয়ামের কাজ শেষ করার কথা থাকলেও শেষ হতে সময় লাগবে ৪ বছর। যে কারণে নতুন স্টেডিয়ামে হচ্ছে না বিশ্বকাপের ম্যাচ।
চুক্তি শেষে নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা এখানে একটা টার্গেট ধরেছি যেখানে প্রথম ৬ মাস হবে ড্রয়িং ও ডিজাইন। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে রয়েছে ৩০ মাস। এখান থেকে ১২ মাস কাজের কোনো সমস্যা থাকতে সেগুলো সংশোধন করা হবে। যেখানে সব মিলিয়ে আটচল্লিশ মাস লাগবে কাজ শেষ করতে।’
তেমনটা হলে ২০২৪ নারী বিশ্বকাপের কোনো ম্যাচই নতুন এ স্টেডিয়ামে হবে না। তবে সেটা নিয়ে আফসোস নেই বিসিবির।
সুজন এ প্রসঙ্গে বলেন, ‘এখনই বলা যাচ্ছে না যে আফসোস কিনা। আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করতে চাই ও চেষ্টা থাকবে ডেড লাইনের মধ্যেই যেন কাজটা শেষ হয়ে যায়।’
নৌকার নকশার আদলে তৈরি হতে যাওয়া নতুন এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ধরা হয়েছে ৫০ হাজার।