ত্রিদেশীয় সিরিজে অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। দলীয় ৪৫ রানে অ্যালেন ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন, তবে দাপুটে ব্যাট চালানো অব্যাহত রাখেন কনওয়ে।
মার্টিন গাপটিলকে নিয়ে দলকে রান পাহাড়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। পথে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
২৭ বলে ৩৪ করে গাপটিল বিদায় নিলেও হাল ছাড়েননি কনওয়ে। গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে শুরু করেন তাণ্ডব। ৪০ বলে ৬৪ করার পর তাকে থামান মোহাম্মদ সাইফউদ্দিন।
তাতেও স্বস্তি মেলেনি টাইগারদের। কেননা উইকেটের অপর প্রান্ত থেকে তখন ফিলিপস নামের আরেক ঝড় শুরু হয়।
২৪ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলে এবাদতের শিকার হয়ে থামেন ফিলিপস, কিন্তু ততক্ষণে সর্বনাশ হয়ে যায় টাইগারদের।
শেষ পর্যন্ত ৫ উইকেট খরচায় ২০৮ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন এবাদত ও সাইফউদ্দিন। একটি উইকেট যায় শরিফুল ইসলামের ঝুলিতে।