ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় বাংলাদেশ। এমন অবস্থায় অস্তিত্ব টিকিয়ে রাখার মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতি পর্বে মাঠে নেমেছেন টাইগাররা।
টিকে থাকার মিশনে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
এ ম্যাচ হারলেই সিরিজের বাকি সময়টা দর্শক হয়ে থাকতে হবে সাকিব বাহিনীকে।
ইতোমধ্যে চার পয়েন্ট নিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এখনও পয়েন্টের খাতা খোলা হয়নি বাংলাদেশের। বেঁচে থাকার লড়াইয়ে তিন পরিবর্তন আনা হয়েছে টাইগার শিবিরে।
ওপেনার মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন একাদশ থেকে। তার পরিবর্তে লম্বা সময় পর দলে ফিরেছেন সৌম্য সরকার।
পরিবর্তন আনা হয়েছে বোলিং ইউনিটে। তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হয়েছে এ ম্যাচে। তার পরিবর্তে একাদশে জায়গা হয়েছে এবাদত হোসেনের।
হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
পরিবর্তন এসেছে নিউজিল্যান্ড শিবিরেও। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রাম দেয়া হয়েছে। টিম সাউদি তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।