ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই পরাজয় সঙ্গী হয়েছে বাংলাদেশের। এবারে জয়ের ধারায় ফেরার মিশনে দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে নামতে যাচ্ছে টিম সাকিব আল হাসানের দল। বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু হয় বাংলাদেশের। সে ধারা বজায় থাকে নিউজিল্যান্ডের বিপক্ষেও। পরপর দুই ম্যাচ হারের সুবাদে সিরিজের ফাইনাল অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ হারলে ফাইনালে ওঠার লড়াই থেকে অবধারিতভাবে বিদায় নিতে হবে বাংলাদেশকে।
প্রথম ৩ ম্যাচে ২টি করে জয়ে সমান ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ড অনেকটা এগিয়ে ফাইনালের পথে। টেবিলের শীর্ষে থাকা এই দুই দলের সঙ্গে বাংলাদেশের পয়েন্ট ব্যবধান ৪। এখনও জয়ের খাতা না খোলায় টেবিলেও পয়েন্ট যোগ করা হয়নি টাইগারদের। গাণিতিকভাবে, এখনও ফাইনাল খেলার সুযোগ থাকছে তাদের।
সেক্ষেত্রে ফিরতি পর্বে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে সাকিব-সোহানদের। পাশাপাশি তাদের এগিয়ে যেতে হবে রান রেটেও। এই অসাধ্য সাধন করতে পারলে ফাইনালের রাস্তা খুলে যাবে বাংলাদেশের।
নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম বাংলাদেশের। সেক্ষেত্রে শেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: মেহেদী মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।