ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অলরাউন্ডার রজার বিনি। ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য বোর্ডের সাধারণ সভায় তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।
সভাপতি পদে তার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনি এ পদে বসতে যাচ্ছেন।
পাশাপাশি বোর্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে বহাল থাকছেন জয় শাহ। একইসঙ্গে নিজ পদে (সহ সভাপতি) বহাল থাকছেন রাজীব শুক্লা।
এছাড়া পরিবর্তন আসছে আইপিএলের চেয়ারম্যানের পদে। ব্রিজেশ প্যাটেলকে সরিয়ে গুরুত্বপূর্ণ এই পদে বসানো হচ্ছে অরুণ ধামালকে। ২০১৯ সাল থেকে আইপিএলের চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন করছিলেন প্যাটেল। চলতি বছরের নভেম্বরে তার বয়স ৭০ পূর্ণ হবে।
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী বয়সের কারণে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাকে।
বিনির সঙ্গে বোর্ডে আসতে যাচ্ছে নতুন দুই মুখ। ট্রেজারার হিসেবে দায়িত্ব পাচ্ছেন আশিষ সিলার আর যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছেন দেভাজিত সাইকিয়া।
দ্বিতীয়বার সভাপতি পদের জন্য সৌরভ গাঙ্গুলি মনোনয়নই করেননি। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে লড়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তিনি।