টি-টোয়েন্টি ক্রিকেটে লম্বা সময় ধুঁকছে বাংলাদেশ। একের পর এক ব্যর্থতায় কোণঠাসা হয়ে পড়েছে দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচেই হার মেনে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যমে সমালোচনা চলছে।
সামাজিক মাধ্যমে সমর্থকদের ক্ষোভ আর হতাশা তো রয়েছেই। দলের এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজের মাঝপথে টেকনিক্যাল কোচ শ্রীধরণ শ্রীরাম বলছেন, বিশ্বকাপে তার দল দারুণ কিছু করে দেখাবে। তিনি চান সমর্থক আর সংবাদমাধ্যম পাশে থাকলে অনেকটাই সহজ হবে শ্রীরামের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় শ্রীরাম বলেন, ‘সব সমর্থক ও মিডিয়াকে আমি অনুরোধ করছি, আমাদের পাশে থাকুন। এটা দেশের ব্যাপার, সবার আবেগের ব্যাপার। আমি নিশ্চিত করতে পারি, দেশের জন্য গৌরব বয়ে আনতে ছেলেরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে। এই দলের আমাদের মূল্যবোধগুলোর একটি হলো বাংলাদেশকে গর্বিত করা ও সমর্থকদের জন্য জয় এনে দেয়া।’
তিনি আরও বলেন, ‘আমি চাই ধৈর্য্য ধরে রাখতে। মৌলিক একটা স্কোয়াড আমরা পেয়ে গেছি, যারা ভবিষ্যতে ভালো করবে। বিশ্বকাপের অপেক্ষায়ও আছি আমরা। সবকিছুর উত্তর পাব আমরা, দল ঠিকঠাক করে ফেলব। যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলব, নিশ্চিতভাবেই বাংলাদেশকে আমরা গর্ব উপহার দেব।’
পাকিস্তানের বিপক্ষে ২১ রানের হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের হার। তবে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে আরেক দফা মাঠে নামার আগে আশার বাণী শোনালেন শ্রীরাম।