বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাইলফলকের পর কোচের প্রশংসা পেলেন রোনালডো

  •    
  • ১০ অক্টোবর, ২০২২ ১৯:২৮

দলের হয়ে দ্বিতীয় গোল করে ছুঁয়ে ফেলেন ৭০০ পেশাদার ক্লাব গোলের রেকর্ড। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এত গোল আর কারও নেই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসির গোলসংখ্যা ৬৯১।

মৌসুমের শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার এরিক টেন হাখের সঙ্গে গন্ডগোল লাগিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালডো। শুরু থেকেই রোনালডো বলে আসছেন ইউনাইটেডে থাকতে চান না আর। এমন কোনো দলে খেলতে চান যারা চ্যাম্পিয়নস লিগে খেলে।

টেন হাখের এমন আচরণ পছন্দ হয়নি। তাই রোনালডোকে নিয়মিত একাদশ থেকে বেঞ্চে নামিয়ে দিয়েছিলেন তিনি। ক্লাবের হয়ে বদলি হিসেবেই নামতে হচ্ছে ৫ বারের ব্যলন ডরজয়ী তারকাকে।

রোববার রাতেও এভারটনের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। ২৯ মিনিটে অ্যান্থনি মার্সিয়ালের চোটের কারণে মাঠে নামেন রোনালডো। আর নেমেই গড়েন অনন্য এক রেকর্ড।

দলের হয়ে দ্বিতীয় গোল করে ছুঁয়ে ফেলেন ৭০০ পেশাদার ক্লাব গোলের রেকর্ড। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এত গোল আর কারও নেই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসির গোলসংখ্যা ৬৯১।

এমন কীর্তির পর মন গলেছে টেন হাখেরও। রোনালডোর প্রশংসা করতে কোনো কিপ্টেমি করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের বস। পর্তুগিজ মহাতারকাকে সর্বকালের অন্যতম সেরা বলে অভিহিত করেছেন তিনি।

টেন হাখ সংবাদ সম্মেলনে বলেন, ‘৭০০ গোল করা আসলেই বিরাট ব্যাপার। আমি তার জন্য খুবই খুশি। তাকে শুভেচ্ছা জানাই। এটা মৌসুমে তার প্রথম গোল। তবে আমি নিশ্চিত আরও গোল আসছে।’

এই গোল রোনালডোকে আত্মবিশ্বাস জোগাবে বলেও বিশ্বাস টেন হাখের।

তিনি যোগ করেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের আত্মবিশ্বাস দরকার। প্রত্যেক গোলস্কোরারের গোল দরকার। কয়েকটি গোল করলেই তারা ছন্দে চলে আসে ও খেলাটা তাদের জন্য সহজ হয়ে ওঠে। আমি নিশ্চিত রোনালডোর সঙ্গেও এমনটা হবে।’

এন্টনি ও রোনালডোর গোলে এভারটনকে হারিয়ে ইউনাইটেড লিগ পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে।

এ বিভাগের আরো খবর