বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বড় দলের বিপক্ষে নিয়মিত না খেলাই হারের কারণ : জাহানারা

  •    
  • ১০ অক্টোবর, ২০২২ ১৭:৩৩

পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও তাদের সঙ্গে শক্তির বিচারে বাংলাদেশের তেমন কোনো পার্থক্য নেই বলে মনে করেন জাহানারা।

নারী এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সেমিফাইনালে ওঠা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারত-পাকিস্তানের পর রোববার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ।দলের এমন পারফরম্যান্সে হতাশ বাংলাদেশি পেইসার জানাহারা আলমও। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের নাগালের মধ্যেই ছিল যে কারণে হতাশাটা আরও বেশি।জাহানার যোগ করেন, ‘এমন সমস্যা আমাদের আগেও হয়েছে। ছোট লক্ষ্য নিয়ে নেমে হেরে গেছি। কিন্তু আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিলে।’সোমবার সিলেটে নারীদের এশিয়া কাপে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। ৫ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন পাঁচে। পরের রাউন্ডে যেতে হলে মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে হবে।প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারার কারণ হিসেবে জাহানারা বলেন, ‘বড় দলের বিপক্ষে অনেক কম খেলার সুযোগ পাই। সবশেষ বিশ্বকাপ খেলেছি নিউজিল্যান্ডে। সেখানে বড় দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। তারপরে ওইভাবে বড় দলের সঙ্গে খেলার সুযোগ হয়নি।‘বড় দলের বিপক্ষে খেললে বোঝা যাবে আমাদের অবস্থান কোথায়। হুট করে একটা ম্যাচ বা টুর্নামেন্ট খেলা, তাতে হারা বা জেতার ওপরে দলের অবস্থান নির্ভর করে না। বড় দলগুলোর সঙ্গে নিয়মিত খেলতে হবে।’পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও তাদের সঙ্গে শক্তির বিচারে বাংলাদেশের তেমন কোনো পার্থক্য নেই বলে মনে করেন জাহানারা।তিনি বলেন, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আমাদের অনেক ম্যাচ হয়েছে। শক্তির বিচারে আমরা তিনদল প্রায় একই কাতারে। ফলে ওইদিন যে ভালো খেলে তারা জয়ের সুযোগ পায়। আজ আমরা ভালো খেলতে পারিনি।‘আমাদের ব্যাটাররা এখন ভালো করছে। আমরা জয়ও পাচ্ছি। যখন একটি খারাপ দিন আসে তখন সবকিছু খারাপ যায়। আজকেও তেমন হয়েছে।’

এ বিভাগের আরো খবর