বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেদ্রির গোলে শীর্ষে ফিরল বার্সেলোনা

  •    
  • ১০ অক্টোবর, ২০২২ ১০:৪৭

৬৯তম মিনিটে সেলতার করা গোলটি অফ সাইডের কারণে বাতিল হলে শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি দুই দলের কেউই। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চাভির শিষ্যরা।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক খেললেও শেষ পর্যন্ত দাপট দেখাতে পারেনি বার্সেলোনা। জয়সূচক একমাত্র গোলে সেলতা ভিগোর বিপক্ষে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল বার্সা।

ক্যাম্প ন্যুত রোববার রাতে লা লিগার ম্যাচটিতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন পেদ্রি।

চ্যাম্পিয়ন্স লিগে গত সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে হারলেও জয়ের ধারা বজার রেখেছে ঘরোয়া লিগে। গোলশূন্য ড্রয়ে আসর শুরুর পর এ নিয়ে টানা সাত ম্যাচ জিতল চাভি এর্নান্দেসের দল।

ম্যাচের ১০ মিনিটের মধ্যেই লিড নেয়ার সুযোগ ছিল কাতালানদের। বক্সের ভেতর থেকে রাফিনিয়ার শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার। তিন মিনিট পর আরও একটি মিস করলেও ১৭তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা।

গাভির পাস ডি-বক্সে ক্লিয়ার করতে পারেননি সেলতা ডিফেন্ডার উনাই নুনেস। গোলরক্ষক আগেই সরে যান অন্য প্রান্তে। ছুটে গিয়ে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান পেদ্রি।

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালায় সেলতা।

৩৩তম মিনিটে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে একইভাবে খেলতে থাকে বার্সা। তবে সুযোগ পেয়ে বেশ কয়েকবার উল্টো আক্রমণ করে বসে সেলতা।

৬৯তম মিনিটে সেলতার করা গোলটি অফ সাইডের কারণে বাতিল হলে শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি দুই দলের কেউই। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চাভির শিষ্যরা।

আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ২২। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে ২ নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

এ বিভাগের আরো খবর