দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। রাঁচিতে সাউথ আফ্রিকার করা ৭ উইকেটে ২৭৮ রানকে অনায়াসে ৭ উইকেট ও ২৫ বল অক্ষত রেখে টপকে যায় স্বাগতিক দল।
টস জিতে আগে ব্যাট করে পৌঁনে তিন শর কাছাকাছি স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে জ্বলে ওঠেন তাদের অভিজ্ঞ দুই তারকা এইডেন মারক্রাম ও রিজা হেনড্রিকস।
শুরুতে কুইন্টন ডি কক ও ইয়ানেমান মালানের উইকেট খোয়ানোর পর তৃতীয় উইকেটে ১২৯ রানের জুটিতে বড় স্কোরের ভিত্তি পায় সাউথ আফ্রিকা।
৭৬ বলে ৭৪ রান করে আউট হন হেনড্রিকস। আর ৮৯ বলে ৭৯ রান আসে মারক্রামের ব্যাট থেকে।
দুই সেট ব্যাটারের বিদায়ের পর হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলারের ব্যাটে আড়াই শ ছাড়ায় সফরকারী দল। ক্লাসেন ৩০ আর মিলার ৩৫* রান করেন।
ভারতের পক্ষে ৩৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ১টি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দার, শাহবাজ আহমেদ, কুলদিপ ইয়াদভ ও শার্দুল ঠাকুর।
ভিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলদের মতো সিনিয়রদের ছাড়া খেলতে নামা ভারতীয় ব্যাটিং লাইন আপের সামনে ২৭৯ রানের লক্ষ্যটা নেহায়েত ছোট ছিল না।
সেটিকে আরও কঠিন বানিয়ে দেন অধিনায়ক শিখর ধাওয়ান (১৩) ও শুভমান গিল (২৮) ৯ ওভারের মধ্যে আউট হয়ে।
তবে ভারতকে জয়ের পথে রাখেন ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার। তৃতীয় উইকেটে ১৬১ রান যোগ করেন দুইজন।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে ৯৩ রানে আউট হয়ে যান কিশান। অন্যপ্রান্তে, দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার।
১১৩* রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। তাকে সঙ্গ দেন সাঞ্জু স্যামসন। তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩০*।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মঙ্গলবার দিল্লিতে।