বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাবরের ব্যাটে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

  •    
  • ৮ অক্টোবর, ২০২২ ১৬:১৭

আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে, বাবর আজমের অনবদ্য ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে পাকিস্তান। বাংলাদেশকে ২১ রানে হারানোর পর নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

আগে ব্যাট করে সফরকারীদের ১৪৮ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। জবাবে, বাবর আজমের অনবদ্য ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ক্রাইস্টচার্চে শনিবার ব্যাট করতে নেমে শুরুতে ফিন অ্যালেন উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৩ রানে তাকে ফেরান মোহাম্মদ ওয়াসিম।

এরপর, ডেভন কনওয়ে ও কেইন উইলিয়ামসনের ব্যাটে বড় স্কোরের ভিত পায় স্বাগতিক দল। ৩৬ রান করা কনওয়েকে আউট করে ৬১ রানের জুটি ভাঙ্গেন মোহাম্মদ নাওয়াজ।

ব্ল্যাক ক্যাপদের অধিনায়ক উইলিয়ামসনকেও ফেরান এ স্পিনার। তার ব্যাট থেকে আসে ৩১। মিডল অর্ডারে মার্ক চ্যাপম্যান ঝড়ো ব্যাট করে ইনিংস বড় করার চেষ্টা করেন।

কিন্তু, ১৯তম ওভারে নিউজিল্যান্ডের ৩ উইকেট শিকার করে তাদেরকে দেড় শ রানের নিচে আটকে রাখেন হারিস রাউফ। ৩১ রান করা চ্যাপম্যান ছাড়াও রাউফের বলে আউট হন জিমি নিশ্যাম (৫) ও মাইকেল ব্রেসওয়েল (০)।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রানে থামে স্বাগতিকদের ইনিংস। পাকিস্তানের হয়ে রাউফ ২৮ রানে ৩টি এবং মোহাম্মদ ওয়াসিম ও নাওয়াজ ২টি করে উইকেট নেন।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। তবে, দলকে সামাল দেন অধিনায়ক বাবর আজম।

শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজকে নিয়ে জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান আজম। শাদাব ৩৪ ও নাওয়াজ ১৬ রান করে আউট হলেও অপরাজিত থেকে খেলা শেষ করে আসেন আজম।

৫৩ বলে ৭৯ রান করেন পাকিস্তানের অধিনায়ক। তার ইনিংস ছক্কা না থাকলেও ছিল ১১টি চারের মার। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

রোববার সিরিজের পরের ম্যাচে মুখোমুখি হবে এখনও জয়ের দেখা না পাওয়া নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর