পাকিস্তানের কাছে ২১ রানে হেরে ত্রিদেশীয় সিরিজের শুরু করেছে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতে আরও একবার মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পরাজয় গাথা রচিত হয়েছে টাইগারদের।
শুরুটা খুব একটা ভালো না হলেও পাকিস্তানের দেয়া ১৬৮ লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন-আফিফের ব্যাটে স্বপ্ন বুনছিল টাইগাররা। সেটি ছিল জয়ের স্বপ্ন। কিন্তু দলীয় ৯৯ রানের ভেতর এই দুই ব্যাটার বিদায় নেয়ার পর নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের পরাজয়।
মিডল অর্ডার কেবলমাত্র ইয়াসির আলি রাব্বি ছাড়া টি-টোয়েন্টির প্যাটার্নে ব্যাটিং করতে পারেননি কেউই।
আর এই পারফরম্যান্সে আরও একবার হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার মতে মিডল অর্ডারদের এই ব্যাটিং ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।
সোহান বলেন, ‘আমরা খুবই হতাশ। বলারদের জন্য উইকেটটি ভালো ছিল, তারা সেটি কাজে লাগিয়েছে। আমাদের আরও কিছু ক্ষেত্রে উন্নতি করা দরকার।’
তিনি আরও বলেন, ‘মিডল অর্ডারের উইকেটগুলো আমাদের ব্যাটিংয়ে ভোগায়। লিটন আর রাব্বি ভালো ব্যাটিং করেছে। কিন্তু আমি বলতে চাই আমাদের আরও উন্নতি দরকার।’