সুযোগ ছিল গোলবন্যা বইয়ে দেয়ার। অন্তত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ বনাম শাখতার ডটনেস্কের খেলা দেখলে সেটি যে কেউই বলে দেবে। কিন্তু পুরো খেলায় গোল হয়েছে মাত্র দুটি। আর এই দুই গোলের সুবাদে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
শাখতারের জালে ৩৫টি শট করে মাত্র দুটি গোল বের করতে সক্ষম হয়েছে রিয়াল।
ম্যাচের ১৩ মিনিটের সময় ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে বল পেয়ে শাখতারের বক্সে ছুটে যান রদ্রিগো। ছুটে গিয়েই বাঁ দিক থেকে নেয়া শটে জালের ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।
১৫ মিনিট বাদেই আবার এই দুই ব্রাজিলিয়ানের কারিশমায় ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের ২৮তম মিনিটে দলীয় আক্রমণ থেকে রদ্রিগোর পাস ধরে অফ সাইড ফাঁদ ভেঙে বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচে ফিরতে মরিয়া শাখতার ব্যবধান কমিয়ে আনে ৩৯তম মিনিটে। আলেক্সান্ডার জুভকভ দুর্দান্ত এক ভলিতে জালের ঠিকানা খুঁজে নিয়ে ব্যবধান ২-১ করেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়িয়ে দেয় রিয়াল। কিন্তু প্রতিবারই দেয়াল হয়ে দাঁড়ান শাখতার গোলরক্ষক ট্রুবিন।
আর তাতে করে আর গোলের দেখা মেলেনি রিয়ালের। গোল করতে ব্যর্থ হয়েছে সফরকারীরাও। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।