বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোপেনহেগেনের জালে ম্যান সিটির গোল উৎসব

  •    
  • ৬ অক্টোবর, ২০২২ ১০:৩৭

ঘরের মাঠে সহজ প্রতিপক্ষ পেয়ে ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলতে দেখা গেছে সিটিকে। প্রতিপক্ষের গোলবারে তারা শট হেনেছে ৩০টি। যেখানে ১৬টি শটই ছিল লক্ষ্যে। অন্যদিকে সফরকারীরা মাত্র দুইবার শট করতে পেরেছে সিটির জাল লক্ষ্য করে, কিন্তু দুটিই লক্ষ্যভ্রষ্ট হয়।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের রাত ছিল ম্যানচেস্টার সিটির গোল উৎসবের রাত। ডেনিশ ক্লাব কোপেনহেগেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সিটিজেনরা। আর্লিং হালান্ডের শুরু করা সেই গোল উৎসব থামে জুলিয়ান আলভারেজের পায়ে এসে।

ঘরের মাঠে সহজ প্রতিপক্ষ পেয়ে ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলতে দেখা গেছে সিটিকে। প্রতিপক্ষের গোলবারে তারা শট হেনেছে ৩০টি। যেখানে ১৬টি শটই ছিল লক্ষ্যে। অন্যদিকে সফরকারীরা মাত্র দুইবার শট করতে পেরেছে সিটির জাল লক্ষ্য করে, কিন্তু দুটিই লক্ষ্যভ্রষ্ট হয়।

পাশাপাশি বল দখলেও বেশ এগিয়ে ছিল ম্যান সিটি। পুরো ম্যাচের ৭৬ ভাগ সময় নিজেদের পায়ে বলের দখল রাখে সিটিজেনরা। পাস একুরেসিও ছিল দেখার মতো। ৯৩ ভাগ পাস সফলতার মুখ দেখেছে স্বাগতিকদের।

এতিহাদ স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই দলকে লিড এনে দেন আর্লিং হালান্ড। ৩২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নরওয়ের এই স্ট্রাইকার।

৩৯তম মিনিটে ব্যবধান ৩-০ তে দাঁড়ায় কোপেনহেগেনের ডিফেন্ডার ডেভিড খচোলাভার কল্যাণে। আর তাতেই ৩ গোল হজম করে প্রথমার্ধ শেষ করে সফরকারীরা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় সিটিজেনরা। ৫৪ মিনিটের মাথায় কোপেনহেগেনের ডি বক্সে ফাউলের শিকার হন লাপোর্তে। পেনাল্টির সংকেত দিতে বিন্দুমাত্র দেরী করেননি রেফারি।

সেখান থেকে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান রিয়াদ মহারেজ। আর সফরকারীদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ম্যাচের ৭৬তম মিনিটে।

আর তাতেই ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয় ম্যান সিটির।

এ বিভাগের আরো খবর