বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জোড়া গোলের পরও জয় পেল না পিএসজি

  •    
  • ৬ অক্টোবর, ২০২২ ০৯:৫৭

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই চাপে থাকে বেনফিকা। পিএসজি তাদের গোলপোস্ট লক্ষ্য করে পুরো ম্যাচজুড়ে শট করে ১৫টি। যদিও এর অর্ধেক শট ছিল পোস্টে। বাকিগুলো হয় লক্ষ্যভ্রষ্ট। কিন্তু তার পরও ম্যাচের ২২ মিনিটের মাথায় লিড নেয় ফ্রেঞ্চ জায়ান্টরা। মেসি, এমবাপে ও নেইমার ত্রয়ীর যৌথ প্রচেষ্টায় জালের ঠিকানা খুঁজে নিয়ে এগিয়ে যায় পিএসজি।

বেনফিকার চেয়ে শক্তিমত্তায় ঢের এগিয়ে পিএসজি। কিন্তু তার পরও ফ্রেঞ্চ জায়ান্টদের আটকে দিল বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তারা ড্র করেছে ১-১ গোলে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই চাপে থাকে বেনফিকা। পিএসজি তাদের গোলপোস্ট লক্ষ্য করে ম্যাচজুড়ে শট করে ১৫টি। যদিও এর অর্ধেক শট ছিল পোস্টে। বাকিগুলো হয় লক্ষ্যভ্রষ্ট।

কিন্তু তার পরও ম্যাচের ২২ মিনিটের মাথায় লিড নেয় ফ্রেঞ্চ জায়ান্টরা। মেসি, এমবাপে ও নেইমার ত্রয়ীর যৌথ প্রচেষ্টায় জালের ঠিকানা খুঁজে নিয়ে এগিয়ে যায় পিএসজি।

এমবাপেকে বল দিয়ে ডি-বক্সের দিকে ছুটে যান মেসি। এমবাপে পাস দেন নেইমারকে। নেইমান দেন ডি বক্সের ভেতর থাকা মেসিকে। সেখান থেকে নিখুঁত কার্ভ শটে বাঁ দিক দিয়ে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন মেসি।

এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে বেনফিকা। ম্যাচের ৪২ মিনিটে পিএসজির ডিফেন্ডারের কল্যাণে সফলও হয় স্বাগতিকরা।

এনসো ফের্নান্দেসের ক্রসে লাফিয়েও মাথা ছোঁয়াতে পারেননি গনসালো রামোস। সেই বল জালে ঠিকই জড়ায়, কিন্তু ডিফেন্ডার দানিলো পেরেইরার গায়ে লেগে তারপর জালে জড়ায়। আর এই আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে বেনফিকা।

এরপর ম্যাচের বাকিটা সময় আর গোলের দেখা মেলেনি দুই দলের কারোরই। শেষতক ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

এ বিভাগের আরো খবর