এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে অন্যরকম এক জয় পেল বাংলাদেশ। ম্যাচে সবগুলো গোল দিয়েছে সিঙ্গাপুর, তাতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের জার্সিধারীরা।
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। তবে ম্যাচে বাংলাদেশ একটি গোলও দিতে পারেনি। প্রতিপক্ষের জালে বল পাঠানোর পাশাপাশি সিঙ্গাপুরের যুবারা করেছেন দুটি আত্মঘাতী গোল।
জয় উদযাপনে বাংলাদেশের যুবারা। ছবি: নিউজবাংলা
ম্যাচের শুরুটা দারুণ করে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই লিড নিতে পারত স্বাগতিকরা। ফরোয়ার্ড নাজিমুদ্দিনের দারুন একটি শটের বাধা হয়ে দাঁড়ায় সিঙ্গাপুরের গোলকিপার আইজ্যাক লি।
প্রথম সুযোগটি কাজে লাগাতে না পারলেও ম্যাচের ১০ মিনিটের মধ্যেই লিড পেয়ে যায় বাংলাদেশ। নাজিমুদ্দিন বক্সের ভেতরে মিরাজুলের দিকে বল ঠেলে দিলে তা বিপদমুক্ত করতে গিয়ে সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রেয়ডেন গোহ উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন। প্রতিপক্ষের দেয়া গোলেই ম্যাচের শুরুতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
১৫তম মিনিটে আরও একটি সুযোগ মিস করে কোচ পল স্মলির লের শিষ্যরা। মিনিট পাঁচেক পর উল্টো প্রতিপক্ষের আক্রমণের মুখে পড়ে লাল সবুজের জার্সিধারীরা। অল্পের জন্য রক্ষা পায় সে যাত্রায়।
২৮ তম মিনিটে রাসুল রামলির পাস থেকে মুহাম্মদ শাইজোয়ানের দূরপাল্লার শটে হার মানেন বাংলাদেশ গোলকিপার সোহান। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে প্রতিপক্ষকে। তবে অগোছালো ফুটবল খেলার কারণে গোলের সন্ধান তারা পায়নি।
যোগ করা সময়ের শেষের দিকে জয়সূচক গোল আসে সেই সিঙ্গাপুরের খেলোয়াড়দের মাধ্যমেই। রাতুলের লম্বা থ্রোইন ক্লিয়ার করতে হেড করেছিলেন সিঙ্গাপুরের এক খেলোয়াড়। কিন্তু তার ব্যাক হেড গোলকিপার আইজ্যাক লির ধরলেও হাত ফসকে যায়। সিঙ্গাপুরের দুটি আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামী শুক্রবার ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।