পাকিস্তানের বিপক্ষে নারী এশিয়া কাপের ম্যাচে পরিচিত কন্ডিশন ও উইকেটই শত্রু হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের। বৃষ্টি ভেজা মাঠ ও লো-টার্নিং ট্র্যাকে পাকিস্তানি বোলারদের সামনে নাস্তানাবুদ হয় স্বাগতিক ব্যাটাররা।
ওই ম্যাচের পর দুই দিনের বিরতি পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেটে ম্যাচ শুরু হচ্ছে দুপুর দেড়টায়। যে কারণে উইকেটে পর্যাপ্ত রোদ চাইছে স্বাগতিক দল।
সকালে যথেষ্ট রোদ থাকলে দুপুরে অনুষ্ঠিত ম্যাচে কন্ডিশন ও উইকেট ব্যাটিং সহায়ক থাকবে বলে প্রত্যাশা বাংলাদেশের। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানান টাইগ্রেস স্পিনার সানজিদা আক্তার।
তিনি বলেন, ‘সকালে যখন খেলি, বৃষ্টি ও কুয়াশা থাকে। মাঠ কিছুটা পিচ্ছিল থাকে। সেক্ষেত্রে লাঞ্চের পর যখন আমরা খেলব, উইকেট আলাদা থাকবে। রোদ থাকবে। আশা করা যায় তখন উইকেট একটু ফ্ল্যাট হবে।’
সানজিদা আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে হারকে আলাদাভাবে নিচ্ছে না বাংলাদেশ। দল পরের ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী।
তিনি যোগ করেন, ‘আমাদের সিনিয়ররা অনেক ইতিবাচক। তারা সবসময় আমাদের জুনিয়রদের সমর্থন দেন। হার-জিত থাকবেই। এটা নিয়ে কোনো নেতিবাচতা আমাদের নেই। আমরা ইতিবাচক আছি।’
প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে রেকর্ডটাও ভালো বাংলাদেশের। দুই বারের দেখায় সহজ জয় পেয়েছেন সালমা-জ্যোতিরা। সে ধারাবাহিকতা বজায় রাখতে বৃহস্পতিবার মাঠে নামছে স্বাগতিক দল এমনটা নিশ্চিত করেন সানজিদা।
তিনি যোগ করেন, ‘মালয়েশিয়ার সঙ্গে কমনওয়েলথে মুখোমুখি হয়েছি। ওদের দল নিয়ে ধারণা আছে। প্রতিপক্ষকে ছোট বা বড় করে দেখার উপায় নেই। কারণ এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। সবাই জেতার জন্য এসেছে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষ যে-ই হোক ভালো খেলে শুরু ও শেষ করতে চাই।’