বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাইগারদের বিশ্বকাপ যাত্রা নিয়ে অসন্তুষ্ট বুলবুল

  •    
  • ৪ অক্টোবর, ২০২২ ১৯:০৬

বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এমন অপেশাদারিত্বে চটেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে অস্ট্রেলিয়ার বিমানে চাপবে সাকিব বাহিনী।

অন্যদলগুলো বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে যেখানে আনুষ্ঠানিক ফটোসেশন, সংবাদ সম্মেলন করে দেশ ছাড়ার আগে, সেখানে বাংলাদেশের বেলায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র।

সংবাদ সম্মেলন তো দূরের কথা, বিশ্বকাপের জার্সি গায়ে অফিসিয়াল ফটোসেশনও হয়নি বাংলাদেশ দলের। দেশ ছাড়ার আগে কেবলমাত্র তাসকিন আহমেদ বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সবকিছু মিলিয়ে অষ্টম বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এমন অপেশাদারিত্বে চটেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি।

বুলবুল লেখেন (বানান ও ভাষারীতি অপরিবর্তীত), ‘নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে দুদিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। এই সিরিজটি খেলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আমাদের দল। অর্থাৎ, ত্রিদেশীয় সিরিজের পর দেশে ফিরে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না। সেই অর্থে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যেও দেশ ছেড়েছে বাংলাদেশ।’

‘কিন্তু এমন বড় আসরে খেলতে দেশ ছাড়ার আগে মানুষের দোয়া নেওয়া বা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের লক্ষ্য জানিয়ে আসেনি দল। দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল, তাদের লক্ষ্য কী। সবচেয়ে বড় কথা দেশ ছাড়ার আগে দেশের মানুষের যে দোয়া নিতে হয়, সেটাও নিতে দেখলাম না।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ফেসবুক স্ট্যাটাস। ছবি কোলাজ: নিউজবাংলা

বাংলাদেশ দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়ে তিনি যোগ করেন, ‘বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের জন্য খারাপ লাগছে। বাংলাদেশের ব্লেজার বা বিশ্বকাপের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক যে ফটো সেশনের সুযোগ ছিল, যে ফটো সেশন বিশ্বকাপ যাত্রারই একটা বড় অংশ; সেটার অংশ তারা হতে পারলো না। তারপরও বলবো মাঠের বাইরের এসব আলোচনা মাঠের বাইরে রেখেই উজ্জীবিত মানসিকতা নিয়ে বিশ্বকাপে লড়াই করুক বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা।’

এ বিভাগের আরো খবর