ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ইতোমধ্যেই নিউজিল্যান্ডে পৌঁছেছে জাতীয় দল। দল অনুশীলন শুরু করলেও যোগ দেননি অধিনায়ক সাকিব আল হাসান।
৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের আগের দিন দলের সঙ্গে যোগ দেবেন টাইগার দলপতি। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে।
দলের সঙ্গে সাকিবের যোগ দেয়ার কথা ছিল মঙ্গলবার। দুইদিন পর ৬ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
সিরিজের শুরু থেকে জাতীয় দল পাচ্ছে না পেইস বোলিং কোচ অ্যালান ডনাল্ডকেও। আশা করা যাচ্ছে ৯ অক্টোবরের পর দলের সঙ্গে যোগ দেবেন প্রোটিয়া এই কোচ।
সাউথ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডের বিমান টিকিট না পাওয়ার কারণে দেরি হচ্ছে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করে দেশে ফিরে যান ডনাল্ড। কথা ছিল সরাসরি দলের সঙ্গে নিউজিল্যান্ডে যোগ দেবেন তিনি। কিন্তু টিকিট জটিলতায় সেটিও পিছিয়ে গিয়েছে।