টানা দ্বিতীয় দিনের মতো এশিয়া কাপে বাধা দিয়েছে বৃষ্টি। সোমবার প্রথম ম্যাচে বৃষ্টির প্রভাব না থাকলেও দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে নির্ধারিত হয়েছে ম্যাচের ফল।
দিনের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে মালয়েশিয়াকে ৩০ রানে হারিয়েছে ভারত। ভারতের করা ৪ উইকেটে ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে ২ উইকেটে ১৬ রান সংগ্রহ করে মালয়েশিয়া। বৃষ্টির কারণে এরপর আর খেলা মাঠে গড়ায়নি।
সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। তাদের সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা প্রমাণ করে দেন দুই ভারতীয় ওপেনার সাব্বিনেনি মেঘানা ও শেফালি ভার্মা।
দুইজনে ১৩.৫ ওভারে ১১৫ রান যোগ করে ভারতকে বড় স্কোরের পথে রাখেন। মেঘানা ৬৯ ও ভার্মা ৪৬ রান করে আউট হন।
মালয়েশিয়া এরপর দ্রুত কয়েকটি উইকেট তুলে নিলেও ভারতের মোমেন্টাম ধরে রাখেন রিচা ঘোষ। ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসেরর চতুর্থ বলে আউট হন মালয়েশিয়ার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম। আর চতুর্থ ওভারের প্রথম বলে ১ রান করে আউট হন ওয়ান জুলিয়া।
এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। ৫.২ ওভারের সময় আম্পায়াররা খেলোয়াড়দের সরিয়ে নিয়ে যান। এরপর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
বৃষ্টি আইনে ভারতকে ৩০ রানে জয়ী ঘোষণা করা হয়।