অধিনায়কত্ব নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাবর আজমের খোলামেলা আলোচনায় বসা উচিত বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।বর্তমানে পাকিস্তান ক্রিকেটের ৩ ফরম্যাটে অধিনায়ক বাবর। ব্যাটার ও অধিনায়ক হিসেবে পারফর্ম করে যাচ্ছেন তিনি। তারপরও মিয়াঁদাদ মনে করেন, অধিনায়কত্ব নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি-না বাবর, সেটা নিয়ে বোর্ডের আলোচনায় বসা উচিত।অধিনায়ক হওয়া আগেও রানে ধারাবাহিক ছিলেন বাবর। দায়িত্ব নেয়ার পর সেটা অব্যাহত রেখেছেন তিনি।গত মাসে এশিয়া কাপে ব্যাট হাতে ছন্দে না থাকলেও, ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেছেন বাবর। তারপরও অধিনায়কত্ব দিয়ে বাবরের সঙ্গে আলোচনায় বসা উচিত বলে মনে করেন মিয়াঁদাদ।তিনি এক সাক্ষাৎকারে পাকিস্তানি সংবাদ মাধ্যমকে বলেন, ‘বাবর একজন বিশ্বমানের ব্যাটার। কিন্তু বোর্ডের উচিত তাকে জিজ্ঞেস করা অধিনায়কত্ব তার জন্য চাপ হচ্ছে কি-না। তার সঙ্গে বোর্ডের খোলামেলা আলোচনা করা উচিত।’তিনি যোগ করেন, ‘যদি বাবর মনে করে, নেতৃত্ব দেয়ার কারণে ব্যাট হাতে মাঠে ঠিকমতো পারফর্ম করতে পারছে না তাহলে তার অধিনায়ক হিসেবে থাকা উচিত নয়। যাই হোক বোর্ডের এটা নিশ্চিত করা উচিত, অধিনায়ক হিসেবে বাবরই বোর্ডের সেরা পছন্দ।’ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের কী করতে হবে, সে পরামর্শও দিয়েছেন মিয়াঁদাদ।তিনি বলেন, ‘প্রথমে পাকিস্তানের হয়ে খেলার কথা ভাবতে হবে খেলোয়াড়দের। পাকিস্তানের হয়ে খেললে, ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং, সবকিছুতেই নিজের সেরাটা দিতে হবে। খেলোয়াড়দের বুঝতে হবে, তারা ভালো মানের ও এ কারণেই মূল একাদশে আছে।’
চাপ মনে হলে বাবরের অধিনায়কত্বের পক্ষে নন মিয়াঁদাদ
ব্যাটার ও অধিনায়ক হিসেবে পারফর্ম করে যাচ্ছেন বাবর। তারপরও মিয়াঁদাদ মনে করেন, অধিনায়কত্ব নিয়ে কোনো না চাপ অনুভব করছেন কি-না বাবর, সেটা নিয়ে বোর্ডের আলোচনায় বসা উচিত।
-
ট্যাগ:
- পাকিস্তান ক্রিকেট দল
এ বিভাগের আরো খবর/p>