পেশাদার ফুটবল লিগের নতুন মৌসুমের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ২০২২-২৩ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
পাশাপাশি ২০ ডিসেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ। একইসঙ্গে প্রিমিয়ার লিগে উঠে আসার মাধ্যম বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) শুরু হবে ৮ অক্টোবর। ৩১ অক্টোবর পর্দা নামনে টুর্নামেন্টটির।
এ দুই টুর্নামেন্ট ছাড়াও সূচি ঘোষণা করা হয় স্বাধীনতা কাপের। ১৩ নভেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। তবে স্পন্সর পাওয়ার ইস্যুতে এখনও ঝুলে রয়েছে সুপার কাপের ভবিষ্যৎ।
তবে সুপার কাপের জন্য স্লট রেখে দিয়েছে বাফুফে। স্পন্সর পেলে ২ থেকে ১৩ এপ্রিলের ভেতর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। প্রিমিয়ার লিগের গত আসরের টেবিলের শীর্ষ চার দল সরাসরি খেলতে পারবে সুপার কাপে। টুর্নামেন্টের বাকি দুই দল নির্ধারিত হবে বাকি সাত দলের মধ্যে বাছাইপর্বের মাধ্যমে।
লিগ কমিটির সভা শেষে শনিবার এসকল তথ্য জানায় বাফুফে।
নতুন ফরম্যাটে এবারে আয়োজন করা হবে স্বাধীনতা কাপের আসর। এবারে দলগুলোকে বাছাইপর্বে উৎরে মূল পর্বে জায়গা করে নিতে হবে।
বিসিএলের ১১ দল ও ৩ সার্ভিসেস দলের ভেতর হবে এই বাছাইপর্ব। এই ১৪ দল থেকে ৫ দল খেলার সুযোগ পাবে মূল পর্বে। তাদের সঙ্গে থাকবে প্রিমিয়ার লিগের ১১ দল।
ফেডারেশন কাপেরম্যাচগুলো হবে প্রিমিয়ার লিগের খেলার মাঝে। সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার হবে লিগের ম্যাচ। মাঝে মঙ্গলবার হবে ফেডারেশন কাপের ম্যাচ।
৮ অক্টোবর শুরু হবে আসন্ন প্রিমিয়ার লিগের জন্য খেলোয়াড়দের দলবদল। ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই দলবদল।