বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিকল্পনা কাজে লাগিয়েছেন বোলাররা: জ্যোতি

  •    
  • ১ অক্টোবর, ২০২২ ১৩:১৯

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার, সানজিদা আক্তার ও সোহেলি আক্তার। একটি উইকেট যায় সালমা খাতুনের ঝুলিতে।

বড় জয়ে এশিয়া কাপের মিশন শুরু করলেন টাইগ্রেসরা। থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ম্যাচের শুরু থেকেই টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজেহাল হয়ে পড়ে থাইল্যান্ড। রানের চাকার গতি কমিয়ে দেয়ার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন রুমানা-সানজিদারা। এতে ৮২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার, সানজিদা আক্তার ও সোহেলি আক্তার। একটি উইকেট যায় সালমা খাতুনের ঝুলিতে।

বোলাররা অল্পতে আটকে দেয়ার পর ব্যাট হাতে থাইল্যান্ডকে জবাব দিতে খুব একটা বেগ পেতে হয়নি শামিমা-ফারজানাদের। ৯ উইকেট ও ৫৪ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দুর্দান্ত এই জয়ের পুরো কৃতিত্ব বোলারদের দিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলাররা পরিকল্পনা কাজে লাগাতে পেরেছেন বলেই এমন দুর্দান্ত পারফরম্যান্স এসেছে বলে মন্তব্য করেন তিনি।

ম্যাচ শেষে নিগার বলেন, ‘যেভাবে মেয়েরা আজ বোলিং করেছে, সেটা আসলেই দুর্দান্ত ছিল। আমরা পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। আমরা তাদের আটকে দিয়েছি।

‘তাতে করে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল ও আমরা ব্যাট হাতেও ভালো করতে পেরেছি। আমাদের এক রান দরকার ছিল। আমরা চেষ্টা করেছিলাম ছক্কা মেরে শেষ করতে।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে শুরু হবে ম্যাচটি।

এ বিভাগের আরো খবর