ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে টেবিলের শীর্ষে থাকা বার্বাডোজ রয়্যালসকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে জ্যামাইকা তালাওয়াশ।
এর মধ্য দিয়ে ৬ বছরের শিরোপাখরা ঘুচেছে দলটির।
সবশেষ ২০১৬ সালে সিপিএলের শিরোপা নিয়েছিল জ্যামাইকা।
বার্বাডোজের দেয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট ও ২৩ বল হাতে রেখেই জয় পায় জ্যামাইকা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় বার্বাডোজের। রাকিম কর্নওয়েল ও কাইল মায়ার্সের উদ্বোধনী জুটিতেই আসে ৬৩ রান।
এই দুই ওপেনারকে অল্পতেই থামিয়ে দিয়ে ব্রেক থ্রু আনেন ফ্যাবিয়ান অ্যালেন। ৩৬ রানে ইমাদ ওয়াসিমের তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন কর্নওয়েল। আর মায়ার্স ফেরেন ১৯ বলে ২৯ করে।
উইকেটের এক প্রান্তে আশা-যাওয়ার মিছিল শুরু হলেও অপর প্রান্ত আগলে ধরে দুর্দান্ত এক অর্ধশতকের ইনিংস খেলেন আজম খান।
শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬১ রানের পুঁজি পায় বার্বাডোজ।
জ্যামাইকার হয়ে তিনটি করে উইকেট পান ফ্যাবিয়ান অ্যালেন ও নিকোলসন গর্ডন। একটি উইকেট যায় ইমাদ ওয়াসিমের ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরতে হয় জ্যামাইকার ওপেনার কেনার লুইসকে।
এরপর শামারাহ ব্রুকস ও ব্রেন্ডন কিং মিলে গড়ে তোলেন প্রতিরোধ। ব্রুকস ৪৭ রানে বিদায় নিলেও অধিনায়ক রভম্যান পাওয়েলকে নিয়ে বাকি কাজটা সারেন কিং।
৫০ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি দলকে এনে দেন ৮ উইকেটের বড় জয়।