ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জাতীয় দল দেশ ছাড়বে শুক্রবার। লম্বা সফরে যাওয়ার আগ মুহূর্তে হুট করে সরিয়ে দেয়া হলো জাতীয় দলে টিম ম্যানেজার নাফিস ইকবালকে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি খেলোয়াড়দের সঙ্গে বাজে ব্যবহারের কারণ দেখিয়ে টিম ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেয়া হয় জাতীয় দলের সাবেক এ ওপেনারকে। তার বদলে টিম ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে।
জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নাফিস ইকবালের বিপক্ষে খেলোয়াড়দের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি আনুষ্ঠানকভাবে।
নাফিস জানিয়েছেন যে, দলের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে যাচ্ছেন না সেটি তাকে আগেই জানানো হয়েছে। তবে বিদায়ের সময় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা তিনি মানতে নারাজ।
নিউজবাংলাকে বৃহস্পতিবার নাফিস বলেন, ‘আমার সঙ্গে যদি খেলোয়াড়দের দূরত্ব থাকতো, তাহলে তো সেটা আপনাদের চোখে পড়ত। আপনারা খেলোয়াড়দের কাছাকাছি আসছেন নিয়মিত। অনুশীলন দেখেছেন। কখনও এমন কিছু কি চোখে পড়েছে?’
‘আমি যে বিশ্বকাপে যাচ্ছি না সেটা আমি আগে থেকেই জানি। আরব আমিরাত সফরের আগে থেকেই। বোর্ডের যেকোনো সিদ্ধান্ত আমি সম্মান করি। কিন্তু যে অভিযোগটা আমার বিরুদ্ধে আনা হয়েছে যে আমি খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার করছি, এটা পুরোই বানোয়াট।’
দলের ক্রিকেটারদের সঙ্গে নাফিসের সম্পর্কের উদাহরণ পাওয়া যায় আফিফ হোসেনের ফেসবুক পোস্টে। বুধবার নাফিস ইকবাল ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে একটি ছবি পোস্ট করে আফিফ লিখেছেন, ‘কুলেস্ট ম্যানেজার নাফিস ইকবাল ভাই। আপনাকে অনেক মিস করব।’
নাফিসের অপসারণের বিষয়টি নিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে যান তারা। আনুষ্ঠানিকভাবে নাফিসকে দলের সঙ্গে না পাঠানোর বিষয়ে এখনও বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
২০২১ সালের নভেম্বরে জাতীয় দলের ম্যানেজার হিসেবে যোগ দেন নাফিস ইকবাল।