১৫ বলে ৯ রান। সাধারণ দৃষ্টিতে একে মামুলি মনে হলেও আসলে এটিই ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার সাজঘরে ফেরা প্রথম পাঁচ ক্রিকেটারের রান।
ভারত সফরে এসে এমন নাজেহাল হতে হবে, তা সিরিজের শুরুতে হয়তো কল্পনাও করেনি সাউথ আফ্রিকা। স্বাগতিকদের বোলিং তোপে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীদের সংগ্রহ ১০৬ রান। লো স্কোরিং এই ম্যাচে ২ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে ভারত।
থিরুভানান্থাপুরামের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামের সবুজ উইকেটে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দীপক চাহার ও আর্শদ্বীপ সিংয়ের তোপের মুখে পড়ে সাউথ আফ্রিকা।
ইনিংসের প্রথম ১৫ বলেই পতন ঘটে ৫ উইকেটের। বিপরীতে স্কোর বোর্ডে প্রোটিয়াদের রান ছিল ৯।
শুরুর ধাক্কাটা আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি সফরকারীদের, তবে ষষ্ঠ উইকেট জুটিতে এইডেন মারক্রাম ও ওয়েইন পারনেল কিছু সময়ের জন্য লাগাম টেনে ধরেন উইকেট পতনের।
এই দুই ব্যাটার ৩৩ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করলেও তা দলের জন্য খুব একটা সুবিধা হয়ে আসেনি।
মারক্রামের ২৫, পারনেলের ২৪ ও শেষের দিকে কেশভ মহারাজের ৩৫ বলে ৪১ রানের ইনিংসের সুবাদে দলীয় সংগ্রহ শতরান পার করে ভারতের সামনে ১০৬ রানের পুঁজি দাঁড় করায় সাউথ আফ্রিকা।
ভারতের হয়ে ৩টি উইকেট নেন আর্শদ্বীপ সিং। দীপক চাহার ও হার্শাল প্যাটেল নেন দুটি করে উইকেট। আর আক্সার প্যাটেলের ঝুলিতে যায় ১টি উইকেট।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে হারায় ভারত। রোহিত রানের দেখা না পেলেও কোহলি করেন ৩।
এরপর আর বিপদ ঘটতে দেননি লোকেশ রাহুল ও সুরিয়া কুমার যাদব। দুজনের অনবদ্য দুটো অর্ধশতকে দল পায় ৮ উইকেটের সহজ জয়।