নারী ফুটবলার পরিশ্রম ও ত্যাগের কারণেই বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা দল। সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এমনটা বলেছেন, জাতীয় দলের হেড কোচ গোলাম রাব্বানী ছোটন।
বুধবার সাফ নারী ফুটবল চ্যাম্পয়নশিপ ২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন নারী দলকে সংবর্ধনা দেয় উত্তরা রূপায়ণ সিটি।
রাজধানীর উত্তরার রূপায়ণ সিটিতে সন্ধ্যায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল। আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের প্রধান লিয়াকত আলী খান মুকুল।
সংবর্ধনা অনুষ্ঠানে নারী দল ও সাফ নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানান বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মারিয়া মান্ডা ও কোচ গোলাম রব্বানী ছোটন।
সাফ জয় করে দেশের ফেরার পর থেকে নারী দল ভাসছে পুরস্কার ও সংবর্ধনায়। দলের ফুটবলারদের জন্য এটি অনুপ্রেরণার মনে করেন ছোটন।
তিনি বলেন, ‘এমন একটি সংবর্ধনা থেকে মেয়েরা অনুপ্রাণিত হবে। আরও এগিয়ে যাওয়ার উৎসাহ পাবে। এখানে যারা উপস্থিত সবাইকে আমি সবাইকে বলতে চাই, এ অর্জন আমাদের জন্য সহজ ছিল না। ফুটবল ফেডরেশনে সবার সহযোগিতায় আজ আমরা এটা অর্জন করতে পেরেছি।
‘মেয়েরা কঠোর অনুশীলন করেছেন। অনেক কিছু ত্যাগ করেছে। কষ্ট ও ত্যাগের পরই আমাদের এ অর্জন এসেছে। আমরা এখন দক্ষিণ এশিয়ার সেরা দল।’
সংবর্ধনা অনুষ্ঠানের নারী ফুটবলারদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে ৩০ লাখ দেয়া হয় নারী ফুটবলারদের।