মুশফিক-মাহমুদউল্লাহ-তামিম ইকবালরা ফরম্যাট বেছে খেলায় জাতীয় ক্রিকেট দলে কমছে সিনিয়রদের আধিক্য। অভিজ্ঞদের অনুপস্থিতিতে অপেক্ষাকৃত তরুণরা সবশেষ কয়েকটি সিরিজে দেখিয়েছেন নিজেদের সামর্থ্য।সিনিয়দের ছাড়াই আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পায় বাংলাদেশ। যা কিনা চলতি বছরের প্রথম শর্টার ফরম্যাটে সিরিজ জয়।
তরুণদের হাত ধরে আসা এ জয়ের পর দলে সাকিব-মুশফিকদের আর জায়গা আছে কিনা এমন প্রশ্নও করছেন ভক্তরা। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাদের সঙ্গে একমত নন। তিনি ভুলছেন না সিনিয়রদের কীর্তি।
পাপনের মতে তরুণরা এখনও তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর পর্যায়ে যেতে পারেননি। বিসিবি কার্যালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই মন্তব্য করেন তিনি।
পাপন বলেন, ‘এখন দলে অনেক খেলোয়াড় আছে যারা ভাল খেলছে কিন্তু ওদের সময় দিতে হবে। আফিফ কিন্তু এখনও মুশফিক বা মাহমুদউল্লাহ হয়ে যায় নাই। সোহানও না। লিটন দাস এখনও তামিমের কাছাকাছি যায়নি।’
সে পর্যায়ে না গেলেও তরুণদের সামনে সম্ভাবনা আছে বলে মনে করেন বিসিবি বস। এই দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে ভালো কিছু আসবে বলে মনে করেন তিনি।
পাপন বলেন, ‘ওদের সম্ভাবনা আছে। যদি একটা বছর সময় দেয়া যায়। প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে গত বছর। সেটা থামানো দরকার। যেমনটা শ্রীলঙ্কা করেছে। একটা দল নিয়ে কাজ করেছে আর সাড়ে তিন বছর পর ফল পেয়েছে।’