আরব আমিরাতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে খেলা।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ফিরেছে জয়ের ধারায়। জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে নুরুল হাসান সোহানের দলবলকে। ৭ রানের জয় দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের সামনে এখন মিশন আমিরাতকে ক্লিন সুইপ করা।
নিজেদের শেষ ৫ টি-টোয়েন্টিতে দুই দল জয় পেয়েছে ২টি করে ম্যাচে। তৃতীয় জয় বাগিয়ে নেয়ার মিশন দুই দলের সামনে।
ক্লিন সুইপের মিশনে ২ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছে তাসকিন আহমেদ। একইসঙ্গে ছিটকে গেছেন শরীফুল ইসলামও। তার পরিবর্তে ডাক পড়েছে তাসকিন আহমেদের।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি ও তাসকিন আহমেদ।