বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ড্রাফট শেষে যেমন হল টি-টেনের ৮ দল

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৪৩

ড্রাফটে সব মিলিয়ে ৭ বাংলাদেশী ক্রিকেটারের নাম থাকলেও, দল পেয়েছেন চারজন। দল না পাওয়া তিনজন হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।

প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠন করেছে আরব আমিরাতের ক্রিকেট টুর্নামেন্ট ‘টি-টেনের’ ফ্র্যাঞ্চাইজিরা। ২৩ নভেম্বর শুরু হচ্ছে টুর্নামেন্ট। শেষ হবে ৪ ডিসেম্বর।

এশিয়া কাপ চলাকালীন আইকন ক্রিকেটার হিসেবে বাংলা টাইগার্স সরাসরি দলে ভিড়িয়েছিল সাকিব আল হাসানকে। তিনি দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন। বাঁহাতি এই অলরাউন্ডারের পর বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে।

বাংলাদেশ জাতীয় দলের পেইসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে টিম আবুধাবি। আরেক পেইসার তাসকিন আহমেদ ডাক পেয়েছেন ডেকান গ্ল্যাডিয়েটরস থেকে।

ড্রাফটে সব মিলিয়ে ৭ বাংলাদেশী ক্রিকেটারের নাম থাকলেও, দল পেয়েছেন চারজন। দল না পাওয়া তিনজন হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।

ড্রাফট শেষে এক নজরে টি-টেন ৬ষ্ঠ আসরের ৮ দলের স্কোয়াড:

বাংলা টাইগার্স: সাকিব আল হাসান (আইকন), এভিন লুইস, কলিন মুনরো, হযরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, বেনি হাওয়েল, বেন কাটিং, মোহাম্মদ আমির, মাথিশা পাথিরানা, নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রোহান মুস্তফা, চিরাগ সুরি, উমাইর আলি, ড্যান ক্রিশ্চিয়ান ও জ্যাক বল।

ডেকান গ্ল্যাডিয়েটর্স: নিকোলাস পুরান (আইকন), আন্দ্রে রাসেল, ডেভিড ভিসা, মুজিব উর রহমান, টম কোহলার ক্যাডমোড়, লুক উড, জশ লিটল, ওডেন স্মিথ, উইল স্মিদ, জহির খান, কুর্তিস ক্যাম্ফার, জাহোর খান, আদিল মালিক, সুলতান আহমেদ, জেসন রয়, তাসকিন আহমেদ।

দিল্লি বুলস: ডোয়াইন ব্রাভো (আইকন), টিম ডেভিড, রহমানউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, ফজলহক ফারুকি, উইল জ্যাকস, নাজিবউল্লাহ জাদরান, ডমিনিক ড্রেকস, রিচার্ড গ্লেসন, কিমো পল, মিচেল স্ট্যানলি, সিরাজ আহমেদ, কারনাল জাহিদ, আয়ান খান, ইমাদ ওয়াসিম ও জর্ডান কক্স।

নর্দার্ন ওয়ারিয়র্স: ওয়ানিন্দু হাসারাঙ্গা (আইকন), শেরফানে রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, অ্যাডাম লিথ, রিস টপলি, কেনার লুইস, ওয়েইন পারনেল, অ্যাডাম হোসে, ক্রিস গ্রিন, রায়াদ এমরিট, গুস অ্যাটকিনসন, জুনায়েদ সিদ্দিকী, উসমান খান, হামদান রাহির, দুশমান্থ চামিরা, মোহাম্মদ ইরফান।

সাম্প আর্মি: ডেভিড মিলার (আইকন), আনরিখ নরকিয়া, শিমরন হেটমেয়ার, মইন আলি, ডোয়াইন প্রিটোরিয়াস, জনসন চার্লস, চামিকা করুনারত্নে, জর্জ গার্টন, আন্দ্রিস গওজ, জ্যাকোবাস পিনার, ইব্রাহিম জাদরান, আহমেদ রাজা, কাশিফ দাউদ, বাসিল হামিদ, শেলডন কটরেল ও করিম জানাত।

নিউ ইয়র্ক স্ট্রাইকার্স: কাইরন পোলার্ড (আইকন), এউইন মরগান, আজম খান, পল স্টারলিং, রোমারিও শেফার্ড, আন্দ্রে ফ্লেচার, ওয়াহাব রিয়াজ, জর্ডান থম্পসন, কেসরিক উইলিয়ামস, ইজহারুল হক নাভিদ, টম হার্টলি, মুহাম্মদ ওয়াসিম, নাভ পাবরেজা, মুহাম্মদ ফারুক, আকিল হোসেন ও রবি রামপাল।

টিম আবু ধাবি: ক্রিস লীন, ফ্যাবিয়ান অ্যালেন, ফিল সল্ট, আদিল রশিদ, নাভিন উল হক, তাইমাল মিলস, জেমস ভিন্স, জেমি ওভারটন, ব্রেন্ডন কিং, আমাদ বাট, দারউইশ রাসুলি, আলিশান শারাফু, আবিদ আলি, ইথান ডিসুজা, মুস্তাফিজুর রহমান, পিটার হাটজগলু।

চেন্নাই ব্রেভস: দাসুন শানাকা (আইকন), ভানুকা রাজাপাকশে, কার্লোস ব্র্যাথওয়েট, ওবেদ ম্যাকয়, মাহিশ থিকশানা, ওলি স্টোন, বেন ডাকেট, স্যাম কুক, সিকান্দার রাজা, রস হুইটলি, কবে হার্ফট, কার্তিক মেয়াপ্পান, বৃত্তিয়া আরাভিন্দ, সাবির রাও, লরি ইভান্স ও জেমস ফুলার।

এ বিভাগের আরো খবর