বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আমিরাতের বিপক্ষে জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে’

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৯

টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরাতের বিপক্ষে সব মিলিয়ে দু’বারের লড়াইতে শতভাগ জয় পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগারদের জয় আছে ৪৬টিতে, হার ৮৫টিতে। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ক্লিন সুইপের লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মঙ্গলবার মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

দুর্বল আমিরাতের বিপক্ষে রোববার রাতে প্রথম ম্যাচটি জিততে বেগ পেতে হয়েছে সোহান-আফিফদের। দলের পারফরম্যান্স মোটেই আশানুরূপ ছিল না। তাই দ্বিতীয় ম্যাচে পারফরম্যান্সের উন্নতির লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।

প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫ উইকেটে ১৫৮ রান তুলে বাংলাদেশ। বাজে শুরুর পরও লড়াকু পুঁজি পায় সোহানের দল। আরব আমিরাত ইনিংসের শেষ পর্যন্ত আফজাল খান ক্রিজে থাকায় কপালে চিন্তার ভাঁজ ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে জিততে হয়েছে বাংলাদেশকে।

ম্যাচটি জিতলেও টাইগারদের খেলায় কোনো উন্নতি চোখে পড়েনি। ব্যাটারদের ব্যর্থতা অব্যাহত থাকলেও নিজের ফর্ম ধরে রেখেছেন আফিফ হোসেন। তার অপরাজিত ৭৭ রানের সুবাদেই ১৫৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ফিল্ডিংয়ের সমস্যাটা ভালোভাবে আবারও ফুটে ওঠে। ক্যাচ ড্রপ, মিস ফিল্ডিং বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয়।

ব্যাটিংয়ে খুব বেশি উন্নতি না থাকলেও শেষ পর্যন্ত বোলাররা ঘুরে দাঁড়িয়েছে বলেই জয় পেয়েছে বাংলাদেশ। এই কামব্যাক বিশ্বকাপে তাদের আত্মবিশ্বাস জোগাবে বলেও ধারণা করছেন ওপেনিং ব্যাটার মেহেদি হাসান মিরাজ।

মিরাজ বলেন, ‘আমরা এখানে একটা ভালো উদ্দেশ্য নিয়ে এসেছি। বিশ্বকাপে ভালো প্রস্তুতি উদ্দেশ্যে এখানে আসা। এখানে আসার পর আমরা পুরোদমে অনুশীলন করেছি। একটা ম্যাচ খেলেছি। এখানে আসার পর আমাদের ছোটোখাটো ভুলগুলো কমিয়ে আনার চেষ্টা করছি সবাই। পরের ম্যাচেও সে চেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি যোগ করে বলেন, ‘এ রকম একটা জয় দরকার ছিল। কারণ শেষ কয়েকটা সিরিজ ও এশিয়া কাপে আমরা কাছাকাছি গিয়ে হেরেছি। কালকের ম্যাচে ওই রকম পরিস্থিতিতে বোলাররা কামব্যাক করেছে, যা সবাইকে আলাদা আত্মবিশ্বাস দেবে। বিশ্বকাপে যা কাজে লাগবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরাতের বিপক্ষে সব মিলিয়ে দুইবারের মুখোমুখিতে শতভাগ জয় পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগারদের জয় আছে ৪৬টিতে, হার ৮৫টিতে। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

এ বিভাগের আরো খবর