দল ছিল টেবিলের তলানিতে। কিন্তু সাকিব আল হাসানের যোগ দেয়ার পর যেন ভাগ্যদেবতা মুখ তুলে তাকিয়েছেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের দিকে। টানা হারে তলানিতে থাকা দলটি হ্যাটট্রিক জয়ে উঠে এসেছে টেবিলের দুইয়ে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের দশম ম্যাচে সাকিবের টর্নেডো ব্যাটিংয়ে গায়ানা জয় পেয়েছে ৫ উইকেটে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন সাকিব।
প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানার বিপক্ষে আগে ব্যাট করে ১২৫ রানেই গুটিয়ে যায় বার্বেডস রয়্যালস। জবাবে ৩৩ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় গায়ানা।
টসে হেরে ব্যাট করতে নেমে জেসন হোল্ডারের ৩৯ বলে ৪২, আজম খানের ২৪ বলে ২০, ওবেদ ম্যাকয়ের ৩ বলে ১০ ও রেমন সায়মন্ডসের হার না মানা ৬ বলে ১৩ রানের ইনিংসের সুবাদে ব্যাটিং বিপর্যয়ের পরও ১২৫ রানের পুঁজি পায় বার্বেডোস।
বল হাতে ২.৩ ওভার করে ১২ রান খরচায় এক উইকেট নেন সাকিব।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে দুই ওপেনারকে হারানোর পর সাকিবের ৩০ বলে ৫৩ রানের ইনিংসের সুবাদে জয়ের ভিত পায় গায়ানা। শেষের দিকে শিমরন হেটমায়ারের ৫ বলে ১০ ও কেমো পলের ১০ বলে ১২ রানের সুবাদে ৩৩ বল হাতে রেখেই জয় বাগিয়ে নেয় ওয়ারিয়র্স।
সিপিএলের চলতি আসরে নিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরতে হলেও সাকিব খোলস ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দেন তৃতীয় ম্যাচে। আর চতুর্থ ম্যাচে দেখিয়ে দেখালেন অলরাউন্ড নৈপূণ্য।