বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘাম ঝরানো জয়ের কারণ ব্যাখ্যা সোহানের

  •    
  • ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২২

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোহান বলেন, ‘পাওয়ার প্লেতে ওরা ভালো বোলিং করেছে, আমরা তিন উইকেট হারিয়েছি। শিশির থাকায় আমাদের বোলারদের গ্রিপে সমস্যা হচ্ছিল। বুঝতে পেরেছিলাম যে ১০ থেকে ১৫ রান কম হয়ে গেছে।’

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ শিবিরে রীতিমতো কাঁপন ধরে গিয়েছিল।

ম্যাচে বাংলাদেশ ৭ রানে জয় পেলেও তা বাগিয়ে নিতে ঘাম ঝরাতে হয়েছে সোহান ও সতীর্থদের।

ব্যাটিং বিপর্যয়ের পর আফিফ হোসেন ধ্রুবর শক্ত হাতে ব্যাটিংয়ের কল্যাণে স্বাগতিদের সামনে ১৫৯ রানের লক্ষ্য ছুড়ে দেয়া সম্ভব হয় বাংলাদেশের। জবাবে জয়ের বেশ কাছাকাছি গিয়েও হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় আমিরাতকে।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও জয় পেতে বেশ বেগ পেতে হয় টাইগারদের। কেন এমনটা হলো তার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ দলপতি নুরুল হাসান সোহান।

ম্যাচ হারের কারণ হিসেবে জাতীয় দলের অধিনায়কদের একটি নিয়মিত আক্ষেপ হলো দলীয় সংগ্রহ ১০ থেকে ১৫ রান কম হওয়া। সে বিষয়টিকেই সামনে আনলেন সোহান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোহান বলেন, ‘পাওয়ার প্লেতে ওরা ভালো বোলিং করেছে, আমরা তিন উইকেট হারিয়েছি। শিশির থাকায় আমাদের বোলারদের গ্রিপে সমস্যা হচ্ছিল।

‘বুঝতে পেরেছিলাম যে ১০ থেকে ১৫ রান কম হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘পাওয়ার প্লেতে আমরা উইকেট হারিয়েছি, কিন্তু আমাদের বোলার শরিফুল ও মিরাজ ডেথ ওভারে খুব ভালো বোলিং করেছে।

‘আফিফ সত্যিই ভালো খেলেছে। স্ট্রাইক রোটেট করেছে এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

এ বিভাগের আরো খবর