দুই ম্যাচের প্রস্তুতি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আরব আমিরাতকে ১৫৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৮ রান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১১ রানে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। সাবির আলির শিকার বনে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় তাকে।
অল্পতে ফিরতে হয় লিটন কুমার দাস (১৩) ও মেহেদী হাসান মিরাজকেও (১২)।
তবে উইকেটের এক প্রান্ত আগলে ধরে লড়াই চালিয়ে যান আফিফ হোসেন ধ্রুব। সঙ্গী রাব্বি ও মোসাদ্দেক দুই অঙ্কের রান ছুঁতে ব্যর্থ হলেও অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে দলীয় শতরান পার করেন করেন।
পাশাপাশি মারকুটে ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন আফিফ। আফিফ-সোহান জুটিতে ভর করেই আরব আমিরাতের সামনে খেই হারিয়ে ফেলা বাংলাদেশ খুঁজে পায় ট্র্যাক।
শেষ পর্যন্ত আফিফের অপরাজিত ৫৫ বলে ৭৭ ও সোহানের হার না মানা ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।