দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আরব আমিরাত। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়ায় ম্যাচটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইচ্ছা ছিল বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করার। এটি পরবর্তী সময়ে রূপ নেয় দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে। পাশাপাশি এই দুই ম্যাচের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিজেদের কিছু পরীক্ষা-নিরীক্ষাও করতে চায় বিসিবি।
আন্তর্জাতিক ক্রিকেটে দুবার দেখা হয়েছে আরব আমিরাত ও বাংলাদেশের। দুবারই এশিয়া কাপে। ২০০৮ সালে পাকিস্তানের লাহোরে এশিয়া কাপে ৫০ ওভারের ম্যাচে আমিরাতকে ৯৬ রানে হারিয়েছিল বাংলাদেশ।
২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি এশিয়া কাপে দেখা হয়েছিল দ্বিতীয়বার। সেই ম্যাচে আমিরাতকে ৫১ রানে হারায় বাংলাদেশ।
তৃতীয় জয়ের মিশনে দুবাই স্পোর্টিং ক্লাবে আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
সিপিএল খেলার কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি ও শরিফুল ইসলাম।