সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়া জয়ে সিরিজে ১-১-এ সমতা এনেছে পাকিস্তান। ইংল্যান্ডের দেয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাবরের সেঞ্চুরি ও রিজওয়ানের ফিফটিতে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
রান ও স্ট্রাইক নিয়ে কিছুদিন ধরে সমালোচনায় ছিলেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। সে সমালোচনার কড়া জবাব দিয়েছেন এ দুই ব্যাটার।
অতি মানবীয় ইনিংস খেলার পর পুরো ক্রিকেট মহল ভূয়সী প্রশংসা করছেন এই দুই ব্যাটারের। কিন্তু পাকিস্তানি পেইসার শাহিন শাহ আফ্রিদি বাবর-রিজওয়ানকে ‘স্বার্থপর’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে বসেছেন।
যদিও পুরো বিষয়টি তিনি করেছেন মজার ছলে। কিন্তু শাহিন তার এই টুইটে রীতিমতো আলোড়ন তুলে ফেলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
টুইটারে শাহিন লেখেন, ‘আমার মনে হয়, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলার সময় এসেছে। এত স্বার্থপর! ঠিকমতো খেললে ১৫ ওভারের মধ্যে খেলা শেষ হওয়ার কথা। শেষ ওভার পর্যন্ত লাগল। চলুন আন্দোলন করি, নাকি! এমন পাকিস্তান দলকে নিয়ে সত্যিই গর্বিত।’
সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি টুইট করে বলেন, ‘কী সুন্দরভাবে খেলাটা শেষ করল! বাবর-রিজওয়ানসহ পুরো পাকিস্তানের জন্য স্মরণীয় রান তাড়া এটা। তোমাদের মতো সেরাদের কেউ থামিয়ে রাখতে পারবে না।’
পাকিস্তানি অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। টুইটারে তিনি লেখেন, ‘বাবর আজমের খেলা দেখতে সত্যিই ভালো লাগে।’