প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা দলের খেতাব পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়ন দলকে বরণ করতে বুধবার বিমান বন্দরে যাচ্ছেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
বাফুফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার জানিয়েছেন বিমানবন্দরে যাচ্ছেন না বাফুফে বস। তিনি বলেন, ‘আমি যদি ওখানে যাই, তাহলে আপনারা (সাংবাদিক) আমাকে নানা প্রশ্ন করবেন। তাতে হবে কী আমাদের মেয়েরা যে লাইমলাইট পেত, সেটা ভাগ হয়ে যাবে।
‘এটা মেয়েদের দিন। এটা প্রেসিডেন্টেরও দিন না, সেক্রেটারিরও দিন না, ভাইস প্রেসিডেন্টেরও দিন না। এটা মেয়েদের দিন। আমি চাই মেয়েরা এক্সক্লুসিভলি আপনাদের (মিডিয়া) আদরটা পায়, মিডিয়া কাভারেজটা পায়।’
চ্যাম্পিয়নদের যথাযথ মর্যাদায় অভ্যর্থনা জানাতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বাংলাদেশ দলের জন্য তৈরি করা হয়েছে ছাদখোলা দ্বিতল বাস। বাসটির ব্যবস্থা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন পর্যন্ত উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।
বিমানবন্দরে সাবিনা-কৃষ্ণাদের যৌথভাবে সংবর্ধনা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণের পাশাপাশি মিষ্টিমুখ করানো হবে।