সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে ঢাকা ফিরছে বুধবার। শিরোপাজয়ী ফুটবলারদের অভ্যর্থনায় বিশেষ পরিকল্পনা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
দুপুর ১২টায় বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে রওনা হবে। তারা ঢাকায় পৌঁছাবে দুপুর ১টার দিকে। শাহজালাল বিমানবন্দরে সাবিনা-কৃষ্ণাদের অভ্যর্থনা জানাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
এরপর শিরোপাজয়ী দলকে বিশেষ একটি ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হবে।
নিউজবাংলাকে অভ্যর্থনার বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ।
তিনি জানান, বিআরটিসির দোতলা বাসকে ছাদখোলা বাসে রূপান্তরিত করার প্রক্রিয়া চলছে কমলাপুরের বাস ডিপোতে। বিআরটিসি জানিয়েছে বিকালের মধ্যে বাস প্রস্তুত হয়ে যাবে।
বিশেষ ছাদখোলা বাস তৈরিতে কাজ চলছে বিআরটিসির ডিপোতে। ছবি: সংগৃহীত
সোমবার রাতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। মঙ্গলবার দলের বিশ্রাম। এ দিন ফুটবলাররা কাঠমান্ডুতে নিজেদের মতো সময় কাটাবেন।
বুধবার দুপুরে দেশের উদ্দেশে উড়াল দেবে গোলাম রাব্বানী ছোটনের দক্ষিণ এশিয়াজয়ী দল।