দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ। ২০১৬ সালে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনাল খেলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের হাত ধরে। এবারে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের সামনে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় শুরু হবে ম্যাচটি।
এবারের আসরে বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে অপরাজিত হয়ে শিরোপা জয়ের সম্ভাবনা। চলতি আসরের গ্রুপ পর্ব থেকে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি বাংলাদেশ। প্রতিটি ম্যাচে জিতেছে বিপুল বিক্রমে।
চলতি আসরে প্রতিপক্ষের জালে এখন পর্যন্ত ২০টি গোল ঠুকে দিলেও বিপরীতে একটি গোলও হজম করেনি বাংলাদেশ।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের মালদ্বীপের বিপক্ষে। ৩-০ ব্যবধানে জয় বাগিয়ে নিয়ে এবারের সাফ মিশন শুরু করে লাল সবুজের প্রতিনিধিরা।
পরের ম্যাচে সাবিনা-কৃষ্ণাদের কাছে ৬-০ গোলে উড়ে যায় পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ পায় প্রথমবারের মতো ভারত বধের স্বাদ। ৩-০ গোলে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে ওঠে বাংলাদেশ।
সেমিফাইনালে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি ভূটান। ৮-০ গোলে উড়ে যেতে হয় তাদের।
এখন পর্যন্ত চলতি আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। এখন পর্যন্ত দুই হ্যাটট্রিকে ৮ গোল করেছেন এই ফরোয়ার্ড। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
পাশপাশি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছেন সিরাত জাহান স্বপ্না। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ বার জালের ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি।
সেই সঙ্গে রয়েছে শক্তিশালী রক্ষণভাগ ও গোলকিপার। সব মিলিয়ে ফেভারিট হয়ে শিরোপা জয়ের মিশনে নামতে যাচ্ছে টিম টাইগ্রেস।